বাড়ি1st Issue, December 2012দিনাজপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০১৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

দিনাজপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০১৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

সর্বক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার-নিশ্চিত করবে শ্রবণ প্রতিবন্ধী মানুষের প্রবেশাধিকার উপপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর বধির ইনিস্টিটিউট মিলনায়তনে ৭ ফেব্রুয়ারী ২০১৪ রোজ শুক্রবার সকাল ১০.০০ টায় জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুর, দিনাজপুর বধির ইনিস্টিটিউট, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), দিনাজপুর-এর যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাজনীন আকতার, প্রধান শিক্ষক, দিনাজপুর বধির ইনিস্টিটিউট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মো: আহাসানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর বধির ইনিস্টিটিউট-এর সহকারী শিক্ষক মো: সুজাউদ্দৌলা, আনন্দ কুমার বিশ্বাস, মোজাহারুল ইসলাম, রাবেয়া বেগম এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), দিনাজপুর-এর ডিজএ্যাবিলিটি ইনক্লুশন ফ্যাসিলিটেটর (ডিআইআরএফ) শৈলেন চন্দ্র রায়। আলোচনা সভায় বক্তাগণ বাংলা ইশারা ভাষা দিবস এর তাৎপর্য তুলে ধরে বলেন যে, আমাদের মোট জনগোষ্ঠীর এক বিরাট অংশ বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তাদের সাথে স্বাভাবিক যোগাযোগ করতে ইশারা ভাষা অত্যন্ত গুরুত্ব বহন করে। বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে যোগাযোগ উপর্যুক্ত করার জন্য বাংলা ইশারা ভাষা পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রের সকল মানুষকে আয়ত্ত করার মধ্য দিয়ে সংশ্লিষ্ট প্রতিবন্ধী ব্যক্তিদের ভাষাগত অধিকার প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি। তাই আসুন সকলেই সংশ্লিষ্ট প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় একাত্ব হয়ে কাজ করি। আলোচনা সভায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন।

 

প্রতিবেদক-

যাদব চন্দ্র রায়

নির্বাহী পরিচালক

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি),

দিনাজপুর ও জেলা স্টিয়ারিং কমিটির সদস্য,

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, দিনাজপুর

মোবাইল: ০১৭১৬৮৭৮৮৪৪

ইমেইল: cdcjadabroy@yahoo.com

 

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ