বাড়ি1st Issue, December 2012প্রতিবন্ধিতার বহুমাত্রিকতা

প্রতিবন্ধিতার বহুমাত্রিকতা

এস, এম, গোলাম মোস্তফা

 

প্রতিবন্ধীরা অসুস্থ নয়, তাদেরও আছে শক্তি

বাক ও শ্রবণে বাধাগ্রস্থ, তাদেরও আছে উক্তি

সাইন ল্যাংগুয়েজ, হিয়ারিং এইডে কথার অভিব্যক্তি।

 

চোখের দৃষ্টি হারিয়েছে যারা, তাদের দিব্য দৃষ্টি

অন্তর্দৃষ্টির প্রখরতা রয়েছে, অপূর্ব তাদের সৃষ্টি

ব্রেইল তাদের করেছে ঋদ্ধ, সমাজ সংসার কৃষ্টি।

 

অটিস্টিক এখনও মিস্টিক, আছে কারো দিব্যজ্ঞান

মুদ্রাদোষে দুষ্ট হলেও, থেমে নাই তাদের অবদান

অপূর্ব সৃস্টির মাধ্যমে কেউ কুড়িয়েছে ধন-মান।

 

বুদ্ধি প্রতিবন্ধী সে যার বুদ্ধি রয়েছে অনেক কম

আচার আচরণে অসহনীয় হলে সমাজে নেই দাম

তাদের দেখে শিক্ষা নিলে সবাই হবে লাভবান।

 

শরীরের অংগ হলে ভগ্ন, প্রতিবন্ধী হয় শারীরিক

দূর্ঘটনার শিকার হলে, হয় প্রতিবন্ধিতার শরীক

তাদের দিকে ইংগিত করে কেউ করো না ’ধিক’।

 

প্রতিবন্ধিতা শুধু শরীরে নয়, মনেও রয়েছে বিস্তর

কুপমন্ডুক মনেই প্রকৃত ’বিবেক প্রতিবন্ধিতা’ সোচ্চার

ন্যায্য দাবী আদায়ের জন্য চাই সচেতনতার বিস্তার।

 

তোমার আমার ভাইবোন তারা একই সমাজের অংগ

তাদের সাথে সব বৈষম্যের খেলা করতে হবে সাংগ

দৃষ্টিভংগির পরিবর্তন কর, হোক তোমাদের মোহভংগ।

 

প্রতিবন্ধিতার অক্ষমতায় যাদের করেছ বন্দী

তাদের সাথে আজ তোমাদের করতে হবে সন্ধী

ভেংগে খান খান হবে তোমাদের সব কুকর্মের ফন্দী।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ