বাড়ি2nd Issue, March 2013তুমি অসাধারণ!

তুমি অসাধারণ!

তুমি অস্বাভাবিক নও, তুমি অসাধারণ

৮/১০ জন মানুষের মতো তুমি যখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ পাড়ি দাও,
তখন কেন তোমাকে অস্বাভাবিক নামক শব্দটিতে চার দেয়ালের ভেতর বন্দী করে রাখার অপচেষ্টা ?
কেন প্রতিনিয়ত অস্বাভাবিকতার বেড়াজালে জড়িয়ে তোমার অধিকার খর্ব করার প্রয়াস ?
তুমি অস্বাভাবিক নও, তুমি অসাধারণ
যখন পৃথিবীর সমস্ত স্বাভাবিক বিষয়গুলো অস্বাভাবিকতার গহীন অন্ধকারে হাতড়ে বেড়ায়
তখন তুমি স্বাভাবিকতার কাতারে অটল অবিচল
তাইতো সমাজের কিছু নিচু মনের মানুষ স্বাভাবিক মানুষ তাদের ব্যর্থতার লজ্জা ঢাকতে
তোমাকে দিয়েছে অস্বাভাবিকতা নামক শব্দের উপহার।
আর তোমার ওই ক্ষমাশীল মন সেই উপহার গ্রহণ করেছে আপনমনে
তাইতো তুমি অস্বাভাবিক নও, তুমি অসাধারণ ।

-মাহমুদুল হক

পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ