বাড়ি2nd Issue, March 2013প্রতিবন্ধীদের উন্নয়নে কর্পোরেট সেক্টরগুলোকে এগিয়ে আসতে হবে

প্রতিবন্ধীদের উন্নয়নে কর্পোরেট সেক্টরগুলোকে এগিয়ে আসতে হবে

দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার প্রিয় সিন্ধু তালুকদার বলেছেন প্রতিবন্ধীদের উন্নয়নে কর্পোরেট সেক্টরগুলোকে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমাজ ভিত্তিক পুনর্বাসন করতে না পারলে তারা সমাজে বোঝা হয়েই থাকবে। তাই সরকারের দেয়া সকল সুযোগ সুবিধা ভোগ করার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, দেশের বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।

৩১ ডিসেম্বর ২০১২ উপজেলা হল রুমে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর আয়োজিত সেন্টার ফর ডিজ্এ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট সেন্টার (সিডিডি)’র সহযোগিতায় লাইট ফর দি ওয়ার্ল্ড, দি নেদারল্যান্ডস্ এর অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতার জন্য স্থানীয় সম্পদের ব্যবহার শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহনেওয়াজ, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি হালিমা খাতুন, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ, বিবিডিসি-এর প্রশিক্ষক ঝুমা আক্তার, আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ এর কর্মসূচী সমন্বয়কারী আব্দুল হামিদ, আরডিএফ’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক, অরবিন্দ শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু সালেহ কবীর, মমিনুল ইসলাম। সভা পরিচালনা করেন সিডিসি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর তপন কুমার রায় ও প্রোগ্রাম অফিসার মোঃ আমজাদ হোসেন।

প্রতিবেদক- যাদব চন্দ্র রায়
নির্বাহী পরিচালক
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), দিনাজপুর।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ