বাড়ি4th Issue, September 2013স্মরণেঃ মাহবুবুল আশরাফ

স্মরণেঃ মাহবুবুল আশরাফ

সালাউদ্দীন আহমেদ

 

আমার প্রিয় মুখটা দেখি

সাঁঝ আকাশে দোলে

আমার প্রিয় মুখটা দেখি

জোসনা রানীর কোলে।

 

আমার প্রিয় মুখটা দেখি

ফুল-পাখিদের ভিড়ে

আমার প্রিয় মুখটা দেখি

নদীর তীরে তীরে ।

 

আমার প্রিয় মুখটা দেখি

সূর্য হয়ে উঠে

আমার প্রিয় মুখটা দেখি

গোলাপ হয়ে ফোটে ।

 

আমার প্রিয় মুখটা যেন

বট বৃক্ষের ছায়া,

আমার প্রিয় মুখটা যেন

হৃদয় জুড়ে মায়া ।

 

আমার প্রিয় মুখটা যেন

নদীর বুকে ঢেউ

আমার প্রিয় মুখটা যে কি

জানো কি তোমরা কেউ?

 

আমার প্রিয় মুখটা ছিল

মাহবুবুল আশরাফ

প্রার্থনা করি আল্লাহ তুমি

করো তাঁকে মাফ।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ