বাড়ি7th Issue, June 2014বরিশালে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করতে ট্রেনিং সেন্টার নির্মিত হবে - বিভাগীয় কমিশনার

বরিশালে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করতে ট্রেনিং সেন্টার নির্মিত হবে – বিভাগীয় কমিশনার

বরিশাল প্রতিনিধিঃ শিক্ষা-সংস্কৃতি, চাকরিতে প্রতিবন্ধী মানুষকে স্বনির্ভর করতে বরিশালে ট্রেনিং সেন্টার নির্মাণ ও নতুন আঙ্গিকে ট্রেনিং সেন্টার পরিচালনা করা হবে। পেশা ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে।

 

জাতীয় অন্ধ সংস্থা বরিশাল জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক অটিজম দিবস ও সাদাছড়ি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আশ্বাস দেন বিভাগীয় কমিশনার মোঃ গাউস। জাতীয় অন্ধ সংস্থার জেলা শাখার সভাপতি মোঃ আয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান। সমাজ সেবা অধিদফতরের প্রবেশন অফিসার মোঃ সাজ্জাত পারভেজ, সমাজসেবার অধীনস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম সহ বরিশাল বিভাগের প্রায় ২শ প্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ