বাড়ি9th Issue, December 2014মুক্তি নেই

মুক্তি নেই

শারমিন রহমান -নিয়ন

মুক্ত আকাশে মুক্ত পাখি উড়াল দেয়

দুই ডানা মেলে।

দিগন্ত পেরিয়ে,

দেশ থেকে দেশান্তর

খোঁজ করে সে এক শান্তির নীড়।

আতঙ্কিত জীবন থেকে চায় সে রেহাই।

তবে কোথায় পাবে সে ঠাঁই? সবখানেই

যে আছে হিংসা ও বিদ্বেষ। নেই

যে কোথাও সহমর্মিতা ও সুখের

আশ্বাস।

আকাশেও আর সে মুক্ত নয়

কেননা এখন আকাশে, বাতাসে, ভূমিতে,

সবখানেই পড়েছে আতঙ্কের এক

অস্বস্তিকর কৃষ্ণ ছায়া।

ছোট পাখি নিরুপায়, নিরাশ

মনে ফিরে যায় তার আপন

নীড়ে ক্লান্ত ডানা দুটো মেলে।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ