জীবন

সুমাইয়া বিনতে শফি

 

কিছু কিছু কথা কখনো হয় না তো বলা,

কিছু কিছু কাজ হয় না শেষ করা।

কিছু কিছু ঋণ থেকে যায় বাকি,

কিছু কিছু স্মৃতি করে ডাকাডাকি।

 

কিছু কিছু রীতি মেনে চলতে হয়,

কিছু কিছু কান্না চেপে রাখতে হয়।

কিছু কিছু চাওয়া কোনো দিন হয় নাকো পাওয়া,

কিছু কিছু দুঃখ যায় নাকো ভোলা।

 

কিছু কিছু দিন কাটে হাসি আর গানে,

কিছু দিন ঢেকে যায় ঘন কালো মেঘে।

কিছু কিছু স্বপ্ন থাকে চিরদিনই অপূর্ণ,

তবু স্বপ্ন দেখা হয় না তো বন্ধ।

 

কিছু কিছু সুখ কখনোই দেয় না ধরা,

তবু সুখের পেছনে শেষ হয় না ছুটে চলা।

কিছু কিছু মানুষ হাত বাড়ায় বন্ধু হয়ে,

কেউ কেউ মুখ ফেরায় শত্রুতা করে।

 

কিছু কিছু ভোর আনে নতুন আশার আলো,

আবার কিছু ভোরেই নিভে যায় জীবনের আলো।

তবু থেমে থাকে না পথ চলা

এই তো জীবন।

পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ