নিস্তব্ধ

 

সিজন নাহিয়ান

 

নিস্তব্ধ পাখি যেতে চায় ওই নীল আকাশে

যত দূর তার চোখ যায়,

তবু, প্রতিকূলতার বেড়াজালে আবদ্ধ হয়ে

বসে থাকে মৃত্যুর প্রহর গুণে।

 

দেখতে দেখতে কেটে যায়

অনেক দিন অনেক রাত,

আজ পাখিটি স্তব্ধ হয়ে

ঘেঁটে চলেছে জীবনের

সব কষ্টজড়িত স্মৃতিগুলো।

 

হঠাৎই একঝাঁক কাক,

কা-কা করে উড়ে গেল

নীল আকাশ দিয়ে,

আর নিমেষেই ঘেঁটে যাওয়া,

মাথাটি পড়ে রইল খাঁচায়,

নিস্তব্ধ হয়ে কষ্টগুলোকে জমা রেখে।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ