বাড়ি4th Issue, September 2013প্রতিবন্ধিতার সংজ্ঞা

প্রতিবন্ধিতার সংজ্ঞা

১. জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ-সনদের ভূমিকার ‘ঙ’ নং অনুচ্ছেদ প্রতিবন্ধিতা একটি বিকাশমান ধারণা এবং প্রতিবন্ধিতা হলো প্রতিবন্ধী ব্যক্তি এবং তার প্রতি দৃষ্টিভঙ্গিগত ও পরিবেশগত বাধার মধ্যকার আন্তসম্পর্কের পরিণতি, যা অন্যান্যদের সাথে সমতার ভিত্তিতে সমাজে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণে প্রতিবন্ধী ব্যক্তিদের বাধাগ্রস্ত করে।

 

ধারা ১ (২নং অনুচ্ছেদ )

 

প্রতিবন্ধী ব্যক্তিবর্গ হলেন তারা, যাদের দীর্ঘ মেয়াদী শারীরিক, মানসিক, বুদ্ধিগত বা ইন্দ্রিয়গত অসুবিধা রয়েছে, যা নানান প্রতিবন্ধকতার সাথে মিলেমিশে সমাজে অন্যান্যদের সাথে সমতার ভিত্তিতে তাদের পূর্ণ ও কার্যকর অংশগহণে বিঘ্ন ঘটায়।

 

 

২. ইন্টারন্যাশনাল ক্লাসিফিক্যাশন অব ফাংশনিং (আইসিএফ)

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০১ সালে ইন্টারন্যাশনাল ক্লাসিফিক্যাশন অব ফাংশনিং (আইসিএফ) ডকুমেন্ট-এ প্রতিবন্ধিতার সংজ্ঞা প্রণয়নের জন্য একটি কাঠামো (ফ্রেমওয়ার্ক) নির্দেশ করেছে, যেটি জাতিসংঘের সদস্যভূক্ত প্রতিটি রাষ্ট্র তার নিজস্ব আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বিবেচনায় রেখে আইনী সংজ্ঞা প্রণয়নকালে ব্যবহার করে। এ কাঠামোটিতে চারটি ক্ষেত্র রয়েছে যা নিচে বর্ণনা করা হলো-

 

স্বাস্থ্যগত অবস্থা/সমস্যা (Health Condition)

 

  • বিভিন্ন স্বাস্থ্য অবস্থা যেমন – পোলিও, কুষ্ঠ, রাতকানা রোগ, কানের সংক্রমণ, মস্তিষ্ক প্রদাহ, আহত হওয়া ইত্যাদিতে মানুষ আক্রান্ত হয়।
  • এর কিছু সংখ্যক সংঘটিত হয় নানা ধরনের রোগ বা অসুস্থতা থেকে আবার কিছু হয় দূর্ঘটনা থেকে আবার কিছু জন্মগত বা বংশগত কারণে।
  • অনেক ক্ষেত্রে স্বাস্থ্যগত অবস্থা চিকিৎসা প্রদানের পরও অঙ্গহানি ঘটে।

 

অঙ্গের হানি/হীনতা/ক্ষতিগ্রস্ততা (Impairment)

 

  • শরীরের কোন অঙ্গের হানি বা অঙ্গের ক্ষতিগ্রস্থতা, যেমন-একটি হাত না থাকা অথবা কানের পর্দা ক্ষতিগ্রস্ত।
  • এটি শারীরিক বা মানসিক ক্ষতি বা সমস্যা / অস্বাভাবিকতা হতে পারে।
  • এটি সাময়িক বা স্থায়ী ক্ষতি বা সমস্যা হতে পারে।
  • এটি হলো চিকিৎসাগত দিক (গবফরপধষ ধংঢ়বপঃ)-এর সাথে সম্পর্কিত।

 

কর্মকান্ড সম্পাদনে সীমাবদ্ধতা (Activity Limitation)

 

  • কর্মকান্ড সম্পাদনে সীমাবদ্ধতা হলো দৈনন্দিন জীবন যাপনে কার্যগত বা ব্যবহারিক সমস্যা। উদাহরণস্বরূপ-কাজ করা, স্কুলে যাওয়া, বাইরে ঘুরে বেড়ানো, দৈনন্দিন জীবনের কাজকর্ম-কাপড় পরা, খাওয়া, গোসল করা ইত্যাদিতে সমস্যা।
  • অন্যান্য সমবয়সী বা সম সংস্কৃতির ব্যক্তিদের অনুরূপ উপায়ে ব্যবহারিক কাজ সম্পাদন করতে না পারা।
  • এটি হলো ব্যবহারিক দিক এর সাথে সম্পর্কিত।

অংশগ্রহণে বাধা (Participation Restriction)

 

  • প্রতিবন্ধকতা হলো প্রতিবন্ধী ব্যক্তিদের সমবয়সী এবং সমসামাজিক পটভূমিকার ব্যক্তিদের ন্যায় সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগের অভাব, যেমন:

– পারিবারিক বা সমাজিক জীবনে ভূমিকা রাখার সুযোগের অভাব;

– পারিবারিক, সামাজিক, ধর্মীয় কর্মকান্ডে অংশগ্রহণ করার সুযোগের অভাব;

– প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অভাব-পলিসি, কর্মসূচী থেকে বাদ দেওয়া, পলিসি তৈরীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগের অভাব: এবং

  • বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ সৃষ্টি হয় মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও মনোভাব এবং অজ্ঞতা থেকে।
  • এটি হলো সামাজিক দিক (Social aspect) এর সাথে সম্পর্কিত।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ