বাড়ি6th Issue, March 2014কেউ জানে না

কেউ জানে না

-সুমাইয়া বিনতে শফী

 

 

কেউ জানে না কি কারণে,

দুঃখ এসে করেছে ভিড়

এই মনেতে।

কেউ জানে না কার কারণে,

এখনো জ্বলে আশার প্রদীপ

এই বুকেতে।

 

 

কেউ জানে না কেমন করে,

কাটছে আমার দিন-রাত

এই জগতে।

কেউ জানে না কি জন্যে,

রেখেছি আজ নিজেকে আড়াল

এই সমাজে।

পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ