ঢাকা চট্টগ্রামের সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার বেহাল দশা

 


দেশের ট্রেনগুলো কবে হবে প্রতিবন্ধীবান্ধব ?!!

 

 

নিউমার্কেটের বিপণি বিতানগুলোতে নিজের পছন্দের পন্য সুযোগ বঞ্চিত হুইলচেয়ার ব্যবহারকারী মানুষেরা।

 

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন, গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও
লিফট, টেকটাইল বা ব্রেইল কোন চিহ্নই নেই।
 

 

দরজা বসে থাকা অবস্থায় সহজ নাগালে নেই।

থ্রেশহোল্ডে হুইলচেয়ারের চাকা বিশেষত ক্রাচ ও সাদাছড়ি আটকে যায় প্রায়শই

 

 

সিঁড়ির বিকল্প র‌্যাম্প ( ?! ) কোথাও আছে/কোথাও আবার নেই।
যেখানে আছে র‌্যাম্পের নামে নির্মিত হয় মালটানার পথ। কমলাপুর
রেলওয়ে স্টেশনের এই র‌্যাম্পটি ১ ইঞ্চি অনুপাতে
লম্বায় মাত্র ৩ ইঞ্চি !!

 

 

তথ্যপ্রদানকারী ডেস্কে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের
জন্য নেই কোন ব্যবস্থা।

 

 

বাধামুক্ত নয় ঢাকা সমাজসেবা কার্যালয়ও

 

 

ভবনে দীর্ঘক্ষণ নির্বিঘ্নে অবস্থানের জন্য প্রতিবন্ধীবান্ধব নয়
টয়লেটগুলো। মানসম্মত নয় পয়োঃনিস্কাশন ও
স্যানিটেশন ব্যবস্থা

????????????????????????????????????

চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে প্রবেশগম্যতা

নিরীক্ষণকারী চট্টগ্রামের দলের সদস্যবৃন্দ

 

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে

প্রবেশগম্যতা নিরীক্ষণকারী ঢাকা দলের সদস্যবৃন্দ