বাড়ি8th Issue, September 2014তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তির সংগঠনের (ডিপিও) নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ...

তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তির সংগঠনের (ডিপিও) নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

 

নিজস্ব প্রতিবেদকঃ এদেশের প্রতিবন্ধী মানুষের উন্নয়নে পরিবর্তন আনয়নকারী হিসেবে মৌলিক, স্বাধীন এবং প্রতিনিধিত্বকারী যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তির সংগঠন (ডিপিও) সমূহের দক্ষতা উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে কিন্তু কোন এনজিওর পরিচালনা বা সহযোগিতা ছাড়াই স্থানীয় পর্যায়ে অধিকার অর্জনে কাজ করে যাচ্ছে তাদের নিয়ে “প্রতিবন্ধী ব্যক্তির সংগঠনের (ডিপিও) নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গত ৮ ও ৯ অগাস্ট’১৪।

 

শক্তিশালী এবং গতিশীল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আন্দোলন ছাড়া মূলধারায় নিজেদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেন কর্মশালায় অংশগ্রহণকারী তৃণমূল পর্যায়ের এই ১৫ জন প্রতিবন্ধী নেতৃবৃন্দ।

অধিকার অর্জনের আন্দোলনে প্রতিবন্ধী ব্যক্তির সংগঠন (ডিপিও) এর গুরুত্ব, ভূমিকা ও ডিপিও এর সাথে এনজিও এর পার্থক্য এবং প্রতিবন্ধী নাগরিকের সংগঠনগুলোর মধ্যে নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাসিটেন্ট একাউন্টেন্ট খন্দকার মঈন উদ্দিন আহমেদ, এসডিএসএল এর কোষাধ্যক্ষ রফিক জামান, প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ এর সমন্বয়ক মুহাম্মদ ইফতেখার মাহমুদ, বি-স্ক্যান এর কোষাধ্যক্ষ এ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান, অ্যাডভোকেট ফারহানা পারভীন এবং আবু হানিফ মোহাম্মদ ফরহাদ সহযোগি সমন্বয়কবৃন্দ, এসডিএসএল।

 

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ) এর সহযোগিতায় বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) এর উদ্যোগে দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাংগুয়েজ ইউজার্স (এসডিএসএল) এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেয়ঃ আভাস, রিসোর্স সেন্টার ফর দ্যা ডিজেবল্ড (আরসিডি), তৃণমূল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা-শরিয়তপুর, কক্সবাজার শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের সঙ্ঘ, রাঙামাটি বধির কল্যাণ সমিতি, ক্ষুদ্দকালনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা-নওগাঁ, পল্লী দৃষ্টি উন্নয়ন সংস্থা- নেত্রকোনা, পানছড়ি উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সঙ্ঘ- খাগড়াছড়ি, প্রতিবন্ধী উন্নয়ন সমিতি- নেত্রকোনা, জলঢাকা প্রতিবন্ধী সমাজ, ফাউন্ডেশন অব দ্যা ডিফারেন্টলি এ্যাবল্ড, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা- রাজশাহী, শেরপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, সিলেট বধির সঙ্ঘ ইত্যাদি ডিপিও সমূহ।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ