বাড়ি10th Issue, March 2015একই স্বপ্নসিঁড়িতে হাঁটি...

একই স্বপ্নসিঁড়িতে হাঁটি…

-খাইরুল ইসলাম তাজ

দৃষ্টি মেলে দেখি- একটিই আলো, নিকষ কালো

হাঁটতে গিয়ে হোঁচট খাই, কিঞ্চিৎ এগিয়ে পিছ পায়

শ্রবণেও অক্ষম, ইশারা চিহ্নে বুঝি- জীবন কেমন !!

স্বাভাবিক জীবনে একটু বাধা, তাতেই সবার হাসাহাসি-

মানুষের সে তাচ্ছিল্য, বড় ভালোবাসি।

 

সমাজের তথাকথিত বিবমিষা খেয়ালে অবাক হই

অধিকার- দাবীর কান্না দেখে ধরণী লজ্জিত হয়।

আইন কানুনে বৃদ্ধাঙ্গুলি, স্বেচ্ছাচারিতার বিষরাগিণী

তাদের মন সাজানো ইচ্ছায় যাচ্ছে দিন, যাচ্ছে রজনী;

 

তবুও, আমরা নিভৃত যুদ্ধে গুটি গুটি পায়ে সম্মুখে

অধিকারের নিশান- দিবা নিশি ছুঁয়ে দেখি তারে,

বাধা জয়ের সুপ্ত বাসনা মনন জুড়ে, হৃদয় ঘিরে;

হারার আগে হারবো না, মরার আগে মরবো না-

প্রত্যয় নিয়ে দিনযাপন, সমাজ ঘৃণা করেছি আপন।

আশার ফুল তবু ফোটে, একটু সহযোগিতা জোটে

ঘুণ ধরা পাষাণ মন, দুর্দশা চিন্তা- কিছুটা বদলাও

 

প্রতিবন্ধকতার এ জীবন জয় করি, একসাথেই হাসি।

বিভেদ হীন সাম্য চোখে, যেন দেখি রুপা শশী।

একই স্বপ্ন সিঁড়িতে, যেন সহযোগী পথিক বেশে

পথচলা হোক অবিরাম, দুঃখভার দিবস শেষে।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ