বাড়ি11th Issue, June 2015একাকী পথ চলা

একাকী পথ চলা

আঁখিনুর খানম (জ্যোতি)

 

চিন্তা করেও ভেবে পাই না কি লিখবো-

মনের মধ্যে পাই না কোন আশার আলো

একা একা ভাবি আমি দিনভর,

 

 

পৌঁছাতে পারলাম না জীবনের কিনারায়

যন্ত্রে রূপান্তরিত হচ্ছে আমার এই জীবন,

যন্ত্রের মধ্যেই বাঁচা আর যন্ত্রের মধ্যেই মরণ

মাঝে মাঝে ভুলে যাই আমার নিজের অস্থিত্ব,

 

 

খালি কামরায় যখন গুমরে মরে সব আমিত্ব

যন্ত্রমানব হয়ে গিয়েছি ! উপায় নেই ফেরার

জীবন প্রত্যাশী ? কিন্তু কী বা আছে পাবার?

 

 

তখন মনে হয় আমি ফিরে আসবো না আবার

ভাবি আমি, পথ কি খোলা আছে চলে যাবার?

কন্টকময় র্স্বগে আমি নিজেকে করলাম আবিস্কার,

একাকী পথ চলায় এটাই আমার প্রাপ্য পুরস্কার !

পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ