খালামণি

 

সুমাইয়া বিন্তে শফি

 

 

খালামণি! খালামণি!

খালি করে বকাবকি।

কোনো কিছু চাইলে,

রেগে বলে নাই রে।

 

ভুল করে যদি করি কোনো ভুল,

রাগে লাল হয়ে উঠে

তার দুটি চোখ।

 

ভুল শুধরিয়ে দেন তিনি

কঠিন শাসনেতে,

তাই মেপে কাজ করে সবাই

তার সমালোচনার ভয়েতে।

 

মিষ্টি-মধুর সম্ভাষন কভু

শুনি নি তার মুখে,

এমনিতেই কথা বললে

ঝাড়ি ভাবে লোকে।

 

শুকনো একখানি মুখ তার

দেহ শ্যাম বর্ণ,

ঢেউ খেলানো চুল তার

অবয়বে কাঠিন্য।

 

 

ভুলে গেছেন তিনি কবে

জীবনের সুখ-দুঃখ,

ব্যথা ভরা বুকে তার

নেই কোনো স্বপ্ন।

 

দুঃখের অনলে পুড়ে

তিনি খাঁটি স্বর্ণ,

ছাড়েন নি কভু তিনি

জীবনের মহা সত্য।

 

যদিও তিনি নিষ্ঠুর

কথায় ও ব্যবহারে,

করেন নি কভু অবহেলা

আমাদের যত্নে।

 

সংসারের সেবায় তিনি

হন গলদঘর্ম,

এ কারণে তিনি পরিবারের

অপরিহার্য অঙ্গ।

 

হোক তিনি যত

কঠিন, যত রাগী,

আমরা সবাই তারে

বড় ভালোবাসি।

 

পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ