বাড়ি17th issue, December 2016জং ধরা শহরের বুক

জং ধরা শহরের বুক

সিজন নাহিয়ান

 

জং ধরা শহরের বুক

প্রান্তের খোঁজে পথিক ঘোরে আর ফিরে,

পাখির কণ্ঠে সুর মেলায় আচমকা

ভালো লাগা-ভালোবাসা খেলে যায় ছন্দে ছন্দে।

 

‘রথের সারথি’-সন্ধানে যেন আনন্দ মন ভোলায়

স¦স্তির নিঃশ্বাস তবুও পড়ে না পিছুটানে

মরিচার প্রলেপ হয়ে দাঁড়ায় হাসির বন্ধন।

 

 

মরীচিকা নাকি সত্যের হাতছানি

প্রান্তিকের প্রান্ত নাকি সারথির সঙ্গ,

বিভক্তির সংস্পর্শে বিচ্ছিন্ন তার পথ

সংসারের সং-এর বেশ পথিকের

এগোয় জীবন-জীবনের সংজ্ঞায়…

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ