অদ্য ১৭ নভেম্বর ঢাকা রিপোটার্স ইউনিটিতে ভিপস্ “প্রতিবন্ধী বান্ধব সমাজ বিনির্মান: গন মাধ্যমের ভুমিকা” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ ভিস্যুয়েলী ইম্পেয়ার্র্ড পিপলস সোসাইটি (ভিপস) এর উদ্যোগে ও সাইটসেভার্স এর সহায়তায় আয়োজিত এই সম্মেলনে স্বাগত ভাষণ প্রদান করেন ভিপসের সভাপতি জনাব মোঃ মোশারফ হোসেন ভূইয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাছরিন বেগম মাননীয় অতিরিক্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মান্নান, মহাপরিচালক, রেজিষ্টার্ড, আইন মন্ত্রণালয় এবং জনাব জওয়াহেরুল ইসলাম মামুন, সভাপতি, সুইড বাংলাদেশ । উল্লেখিত নেতৃবৃন্দ এই সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব দেন। এছাড়া, বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও অভিভাবক, পেশাজীবী এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা নিম্নোক্ত সুপারিশমালা প্রস্তাব করেন।
সুপারিশমালাঃ
কোন বিশেষ প্রতিযোগিতা বা বিশেষ অনুষ্ঠানের চেয়ে মূলধারার প্রতিভা অনুসন্ধান প্রতিযোগিতা ও অনুষ্ঠানসমূহে অধিক মাত্রায় প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে
প্রতিবন্ধী ব্যক্তিদের সাফল্যগাথা আরও বেশি করে তুলে ধরতে হবে
প্রতিবন্ধী ব্যক্তিদের সংস্থাসমূহের কার্যক্রম বেশি করে তুলে ধরতে হবে
গণমাধ্যমসমূহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যার পাশাপাশি ইতিবাচক দিক তুলে ধরতে হবে
প্রতিবন্ধিতা বিষয়ক বিশেষ দিবসসমূহে সংবাদ প্রচারের পাশাপাশি বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে
প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অনুষ্ঠান নির্মাণের বিভিন্ন পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে