বাড়ি14th Issue, March 2016অধিকার কেড়ে নিতে হয়, লড়ে নিতে হয়

অধিকার কেড়ে নিতে হয়, লড়ে নিতে হয়

অপরাজেয় ডেস্ক

 

বিশ শতকের মধ্যভাগে উপমহাদেশের, বিশেষত বাংলায় এক অগ্নিগর্ভ সময়ের সন্তান সলিল চৌধুরী একাধারে ছড়াকার, গল্পকার, প্রাবন্ধিক, গীতিকার-সুরকার। গণসংগীতে যিনি একদা জাগিয়েছিলেন সারা ভারতবর্ষকে। কথা ও সুরের চৌম্বক মিলনে তাঁর গান হয়ে উঠেছিল জনমানুষের প্রাণের দাবি বা স্লোগান। ১৯৮১ সালে এই গানকে অনন্য করে তুলেছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী সুবির সেন।

 

অপরাজেয় পাঠকের জন্য তুলে ধরা হলো আলোড়িত সেই গানের লাইনগুলো:

 

অধিকার কে কাকে দেয়?

পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়?

কখনোই নয়। কোনদিনও নয়।

অধিকার কেড়ে নিতে হয়, লড়ে নিতে হয়।

 

মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার।

শিক্ষার অধিকার। হক কথা সোচ্চারে বলবার অধিকার।

শান্তির অধিকার। শিশু শিশু কুঁড়িদের ফুটবার অধিকার।।

এসব তো আমাদের জন্মগত।। তবে কেন এত হাহাকার!

 

ঘরে বসে বসে ক্রন্দনে নয়, অধিকার চিনে নিতে হয়। রক্তে কিনে নিতে হয়।।

পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়?

কখনোই নয়। কোনদিনও নয়।

অধিকার কেড়ে নিতে হয়, লড়ে নিতে হয়।

 

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ