প্রত্যাশা

মোঃ খোরশেদ আলম

প্রতিবন্ধী বলে মোদের ঠেলছ যারা দূরে,

আগামীতে থাকবো জেনো, মোরাই সবার আগে।

করুণাটা চাইনা কারো, চাইনা কারো দয়া,

সবার কাছে করি মোরা সহযোগিতার আসা।

অলক্ষণে অপায়াটা বলছ মোদের যারা,

দেখবে শুধু কিভাবে হই আমরা সবার সেরা।

ঘনকালো আঁধার যতই ধরুক মোদের ঘিরে,

জানবে তবু সামনে যাবো জ্ঞানের মশাল জ্বেলে।

নিন্দা-ঘৃণা-হিংসে করো দুঃখ মোদের নাই,

সফল কামের শেষে যেন উৎসাহটা পাই।

আজকে যতই বাড়ছে মোদের পথ চলারই সাথী,

কালকে আরো দ্বিগুণ হবে প্রত্যাশা তাই করি।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ