বাড়ি2nd Issue, March 2013এসো সব প্রতিবন্ধী

এসো সব প্রতিবন্ধী

সকলে মিলে করি সন্ধি
যাই এগিয়ে হাতে হাত ধরে
থাকবো না আর একা ঘরে।
এসো এসো।
আমাদেরও আছে প্রত্যয়
আমরাও করতে পারি জয়,
আমরাও পারি লড়তে,
আমরাও পারি গড়তে,
আমরা পারি, আমরা জানি
তাই বিশ্ব দিচ্ছে হাতছানি…।
এসো এসো,
আমাদের আছে প্রত্যাশা,
আমরা চাই ভালবাসা,
চাই না করুণা-ধীক্কার
আমাদেরও আছে অধিকার…।
এসো এসো,
আমরা আছি অফিস আদালতে,
আমরা আছি খেলা-ধুলাতে
আমরা আছি পথে প্রান্তরে
আমরা লড়বো ন্যায়ের তরে।
লুকাবো দুঃখ কষ্ট গ্লানি,
ফেলবো না আর চোখের পানি,
গড়বো জীবন আসবে সুদিন,
আমরা করবো পৃথিবী রঙ্গিন…
এসো এসো ।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ