প্রতিযোগিতা থেকে প্রাপ্ত বিজয়ী ডিজাইনগুলোসহ বাছাইকৃত মোট ৯টি ডিজাইন বি-স্ক্যান ও এসাব এর পক্ষ থেকে গত ১১ জুন, ২০১৩ বিআরটিসি চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন আহমেদ এর হাতে তুলে দেয়া হয়। তিনি খুব শীঘ্রই বাসে র্যাম্প যুক্তকরণ সংক্রান্ত একটি কমিটি গঠনের এবং যেহেতু হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তির সমস্যা একমাত্র তিনিই ভালো বুঝবেন এ উপলব্ধি থেকে কমিটিতে একজন হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তির মতামত প্রাধান্য দেয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন বি-স্ক্যান সাধারণ সম্পাদক, সালমা মাহবুব, এডভোকেট মোহাম্মদ আব্দুল হান্নান শাহিন, বি-স্ক্যান সদস্য মোঃ মহিদুল ইসলাম ও আশরাফুল।
ছবির ক্যাপশেন – বাদিক থেকে বিআরটিসি এর চেয়ারম্যান, বি-স্ক্যান সাধারণ সম্পাদক, বি-স্ক্যান সদস্য মোঃ আব্দুল হান্নান এবং মোঃ মহিদুল ইসলাম।