অটিস্টিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা শিশুদের নিয়ে ডাক্তারের জন্য এখন আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না আপনাকে। কিম্বা লম্বা সময় ধরে ডাক্তারের চেম্বারেও অপেক্ষা করতে হবে না। ঘরে বসেই এই মেডিক্যাল সেবা দিতে প্যারেন্টস ফোরাম নিয়ে এসেছে ব-ফড়পঃড়ৎ!
বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট এর মাধ্যমে আপনি এই সেবা পেতে পারেন। যদি ইন্টারনেট বাড়িতে না থাকে, তবে যে কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে অথবা জাতীয় উন্নয়ন ফাউন্ডেশনের যে কোনো সেবা কেন্দ্র থেকে খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে বিশেষ এই মেডিক্যাল সেবা নিতে পারেন।
এই কাজে বিশেষজ্ঞ ডাক্তারগণের পরিচিতি (প্রোফাইল ওয়েবসাইটে দেয়া আছে):
১. ডাক্তার শাহীন আক্তার, Paediatric Neurology and Neurodevelopment
২. ডাক্তার মাজহারুল মান্নান, Neurology
৩. নার্সিস রহমান, Child Psychologist
৪. নুরজাহান দীপা, Parent Advocate
৫. ডাক্তার হিনা ফেরদৌসি, Parent Advocate
৬. ডাক্তার সুষমা কানন, Speech Therapist
ওয়েবসাইটঃ http://www.parents-forum.org/e-doctor/