ছবির ক্যাপশেনঃ বাদিক থেকে রুপা মিমের মা, মিম, রুপা, সোহেল ভাই, তানিম, তানিজ।
স্বেচ্ছাসেবী সংগঠন বি-স্ক্যান এর উদ্যোগে রাজশাহীতে গত ৩০ আগস্ট’১৩, ৯ জনের হিয়ারিং টেস্টসহ ২ জনকে হিয়ারিং এইড দেয়ার পরে, আরও ৩ জন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীকে হিয়ারিং এইড দেয়া হয়েছে গত ২৯ ডিসেম্বর’১৩।
রাজশাহীতে প্রতিবন্ধী মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস পরিশ্রম করছেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। তাদের আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে ৫ জন শ্রবণ প্রতিবন্ধী মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছে হিয়ারিং এইড। পর্যায়ক্রমে বাকী ৪ জনকেও দেয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, এক একটি হিয়ারিং এইডের মূল্য ১৫ হাজার টাকা। যা স্বেচ্ছাসেবী সংগঠন বি-স্ক্যান এর জন্য সহজসাধ্য নয়। বি-স্ক্যান এর যাকাত ফান্ড ছাড়াও ফেসবুক পোস্ট দেখে যারা সহযোগিতা করেছেন তারা হলেন- মামনুন মুরশিদ চৌধুরী, সিলেটের সংগঠন কিন এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন।