বাড়ি8th Issue, September 2014বীরের মত বীর

বীরের মত বীর

শ্রদ্ধেয় মোঃ মাহবুবুল আশরাফ স্মরণে

 

সালাউদ্দীন আহমেদ

 

বীরের মত বীর হয়নি নত শীড়।

ছিলেন তিনি ভোরের শিশির।

আলতো সূর্যের কিরণ মেখে,

বুকের ভেতর মানচিত্র এঁকে –

বলে ছিলেন জয়ের নিশানায় – যাবি!

 

 

তোরা কে কে ?

এক ঝাঁক তরুন তরুণীর দল

বুকে ছিল প্রত্যয় মনে ছিল বল।

ছুটে চলে ঊর্ধ্ব গগণে-

থেমে গেল নিয়তির লগনে।

নেই আজ চির চেনা মুখ,

ভেসে গেছে ছায়া ঢাকা সুখ।

 

 

বলে না আর কেউ ডেকে

কি তোর সুখ দুঃখ!

আজ তার স্মৃতি বুকে জাগে

নিঃশব্দ নিরালায় অন্তর কাঁদে।

তুমি ছিলে অগ্র পথিক নিবেদিত প্রান,

ক্লান্ত-শান্ত নিঃস্বার্থ ভাবে

নিজেকে করেছো দান।

আমরা বুঝি নি তোমায়

তাই কি অভিমান!

 

 

মোঃ মাহবুবুল আশরাফ স্মৃতি বৃত্তি প্রদান

৫ সেপ্টেম্বর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফোরাম (এনএফওডব্লিউডি) এর প্রাক্তত্ন সহ-সভাপতি, এ্যাসোসিয়েশন ফর দ্য ওয়েল ফেয়ার অব দি ডিজএ্যাবল্ড পিপল (এডব্লিউডিপি) এর সেক্রেটারী, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর সাবেক সহকারী পরিচালক, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এ্যান্ড এ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) এর অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট প্রতিবন্ধিতা বিষয়ক উন্নয়নকর্মী, গবেষক এবং অনুবাদক জনাব মোঃ মাহবুবুল আশরাফ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বি-স্ক্যান এর অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলএলবি ৪র্থ বর্ষে অধ্যায়নরত দৃষ্টি প্রতিবন্ধী মোঃ খোরশেদ আলম এর হাতে “মরহুম মোঃ মাহবুবুল আশরাফ স্মৃতি বৃত্তি” তুলে দেয়া হয় ।

উল্লেখ্য, শ্রদ্ধেয় মোঃ মাহবুবুল আশরাফ সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একজন প্রতিবন্ধী মানুষকে প্রতি বছর দশ হাজার টাকার এককালীন বৃত্তি প্রদান করে থাকে স্বেচ্ছাসেবী সংগঠন বি-স্ক্যান।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ