বাড়ি8th Issue, September 2014সিডিএ ভবনের হুইলচেয়ার চলার পথের সম্মুখে মোটর সাইকেল পার্কিং

সিডিএ ভবনের হুইলচেয়ার চলার পথের সম্মুখে মোটর সাইকেল পার্কিং

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবন কর্তৃপক্ষ দৃষ্টিনন্দন এই র‌্যাম্পটি নির্মাণ করার পর স্থানীয় প্রতিবন্ধী মানুষেরা বিশেষত সিড়ি যাদের কাছে পাহাড়সম বাধা সেই হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তিরা খুশি হয়ে উঠলেও তাদের এই আনন্দ বেশিদিন টেকে নি।
গুরুত্বপূর্ণ কোন কাজে যখনই সিডিএ ভবনে যাওয়া হয়, সব সময় তারা আটকা পড়েন র‌্যাম্পের সামনে কিছু মোটর সাইকেল পার্ক করে রাখার কারণে। হুইলচেয়ার র‌্যাম্পের লোগো লাগানোর পরেও মোটর সাইকেল পার্কিং পুরো পথটি বন্ধ করে রেখে প্রতিবন্ধী মানুষের প্রবেশপথের সাথে এ কেমন প্রহসন হয় তা কারুরই বোধগম্য নয়। সিডিএ ভবনের মূল প্রবেশপথ সিড়ির সামনে এভাবেই যদি সব সময় মোটর সাইকেল পার্ক করে সকলের চলার পথে বাধার সৃষ্টি করে রাখা হত কর্তৃপক্ষ তখনও কি দিনের পর দিন এভাবেই চুপ থাকতে পারতেন?!

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ