বাড়ি9th Issue, December 2014'অপরাজেয় বন্ধুদের গান'

‘অপরাজেয় বন্ধুদের গান’

 

লুৎফর রহমান রিটন

 

একটি মেয়েঃ

  নীল আকাশে ডানা মেলে

উড়ছে দেখো পাখি,

আমি শুধু জানালা ধরে

একলা বসে থাকি।

আমারও তো ইচ্ছে করে

পাখির মতো উড়তে,

নীল আকাশে মেঘের দেশে

মনের সুখে ঘুরতে।

কিন্তু আমি ডানাভাঙা পাখি,

সকাল বিকেল সন্ধ্যে রাতে একলা বসে থাকি!

 

একটি ছেলেঃ

দূরের মাঠে খেলছে সবাই

খেলছে ছেলেমেয়ে,

আমি শুধু জান্লা ধরে

দেখি চেয়ে চেয়ে।

আমারও তো ইচ্ছে করে

খেলতে সবার সঙ্গে

রঙ-বেরঙের ফুলের রেণু

মাখতে সারা অঙ্গে।

কিন্তু আমি দ্বিধায় পড়ে থাকি,

দুঃখী আমি, তোমরা আমার বন্ধু হবে নাকি!

 

 বন্ধু এসো, এসো বন্ধু, হাত রাখো এই হাতে

না হয় তুমি প্রতিবন্ধী, কী আসে যায় তাতে?

একসঙ্গে খেলবো চলো গাইবো সবাই গান

আমরা সবাই বন্ধু সবার সমান সমান।

 নীল আকাশে ডানা মেলে উড়ছে পাখির দল

পাখির মতো ফুলের মতো আমিও উচ্ছ্বল।

 

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ