পাবনা‘র এ্যাড. শেখ শহিদুল্লাহ বাচ্চু স্মৃতি মিলনায়তন, উপজেলা পরিষদে প্রতীক মহিলা ও শিশু সংস্থা (পিএমএসএস) ও উত্তরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এর যৌথ আয়োজনে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সহযোগীতায় ও ডিআরএফ এর অর্থায়নে ‘‘স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিতকরণ’’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা উপস্থাপনা ও মূল প্রবন্ধ পাঠ করেন প্রতীক মহিলা ও শিশু সংস্থা (পিএমএসএস) এর পরিচালক সাইফুর রহমান ও সভাপতিত্ব করেন উত্তরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা‘র আকবর আলী। মূল প্রবন্ধে সাইফুর রহমান প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ থেকে ১৩ টি দাবী তুলে ধরেন যা হলঃ
- স্থানীয় সরকারের অধীন সকল কমিটিতে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে অন্তর্ভুক্ত করণ;
- প্রতিবন্ধী ব্যক্তিদের আত্ম/কর্মসংস্থানের জন্য উপযুক্ত পরিবেশে প্রশিক্ষণ,
- সহজ শর্তে ঋণ, সরকারি খাস জমি, জলাশয়/খাল প্রাপ্তির ব্যবস্থা করণ;
- প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অসচ্ছ্বল প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান;
- বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া;
- ভিজিডি, ভিজিএফ কার্ড ও সাধারণ রিলিফ প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য শতকরা ১০ ভাগ কোটা বরাদ্দ করা;
- কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তি নিশ্চিত করা;
- সরকারি বনায়ন কর্মসূচীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি;স্থানীয় সরকার কর্তৃক নলকূপ, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান;
- জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম যেমন- আলোচনা সভা, এনজিও সভা, দিবস পালন ইত্যাদি প্রতিবন্ধীবান্ধব প্রবেশগম্য স্থাপনায় আয়োজনের উদ্যোগ গ্রহণ;
- প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে স্থানীয় সরকারের বাজেটে স্বতন্ত্র বাজেট বরাদ্দ রাখা;
- স্থানীয় সরকারের সকল স্থাপনাসমূহে প্রবেশগম্যতা নিশ্চিত করতে র্যাম্প নির্মাণ,
- প্রতিবন্ধীবান্ধব টয়লেট ও আইটির ব্যবহার বৃদ্ধি;স্থানীয় সরকার এর উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে সহায়ক উপকরণ প্রদান;
- প্রতিবন্ধিতা সম্পর্কে সংবেদনশীলতা বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রতিবন্ধিতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান ইত্যাদি।
প্রধান অতিথি পাবনা সদরের উপজেলা নির্বাহী অফিসার রায়হানা ইসলাম তার বক্তব্যে দাবী পূরণে সহযোগীতার আশ্বাস দেন এবং সভা শেষে চার জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি প্রদান করেন। উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান- শামসুন নাহার রেখা, সহকারী কমিশনার ভূমি- শামীম আরা রিনি, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, প্রতিবন্ধী উন্নয়ন ও সাহায্য কেন্দ্র‘র প্রতিবন্ধিতা বিষয়ক কর্মকর্তা- মোঃ মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা- তপন কুমার সূত্রধর, উপজেলা নির্বাচন অফিসার- মোঃ মশিউর রহমান, প্রত্যাশা‘র নির্বাহী পরিচালক- মুস্তফা আব্দুল বাতেন রুশদী। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও আয়োজক সংস্থার প্রতিবন্ধী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।