বাড়ি9th Issue, December 2014সাদা গোলাপ

সাদা গোলাপ

সুমাইয়া বিন্তে শফি

 

ধ্বংসস্তূপের মাঝে তুমি সাদা গোলাপ,

আমার মনে জমে থাকা অব্যক্ত সংলাপ।

শুষ্ক মরুর বুকে তুমি আকষ্মিক বারি ধারা,

দূর্গম গিরি পথে কোমলতার শোভা।

 

 

পাষাণের হৃদয়ে তুমি কর ভালোবাসার চাষ,

হতাশার মাঝে জেগে থাকা মৃদু আশ্বাস।

অশান্ত ধরণীতে তুমি শান্তির প্রতীক,

আজ থেকে আমি সেই পথের পথিক।

 

 

আজ সবার প্রাণে তুমি জাগালে

সেই ভুলে যাওয়া গান,

যে গান গাইলে মিলে

আঁধারে আলোর সন্ধান।

 

 

ঝড়ো হাওয়ায় প্রদীপ জ্বালানোর

হয়তো এ এক বৃথা প্রচেষ্টা,

তবু তা জাগিয়েছে অন্তরে

নতুন করে বাঁচার প্রত্যাশা।

আজ আমি হতে চাই তোমার মত,

মিথ্যার জগতে সত্য জীবন্ম্তৃ।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ