বাড়ি9th Issue, December 2014স্বপ্নের রংধনু

স্বপ্নের রংধনু

 

সিজন নাহিয়ান

 

আসমানি-নীলের মাঝে ভাসমান

তুলির ক্যানভাসে সাদা রাঙে নতুন সাজে

সবুজের স্নিগ্ধতায় চোখ মেলে গহীন অরণ্য

অট্টালিকায় হলদে পাখিরা বাসা বাঁধে শান্তির

সিনেমার পর্দায় ছিটে ফোঁটা এলার্জি তো আছেই

কালো কালো দাগে ক্ষত বাড়ে জীবনযুদ্ধে

কোলাহলের রাজপথ কথা বলে লাল রক্তের

স্মৃতি হয়ে যায় নাটাই আর ইচ্ছে ঘুড়ি-

                      স্বপ্নের রংধনু…

 

 

সর্বশেষ

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ