আঁখিনুর খানম (জ্যোতি)
যদি তোমার ভালোবাসার
মানুষটি তোমাকে ছেড়ে চলে
যায় এবং তোমার মনে হয় সে
তোমাকে কোন দিন ভালোবাসে নি!
তাহলে মন খারাপ করো না
কারণ সে হারালো এমন একজনকে
যে তাকে ভালোবাসত, তার জন্য
অনেক কিছুই করতে পারতো….
আর তুমি হারালে এমন একজনকে
যে তোমার জন্য কিছুই
করতে পারতো না…..।