বাড়ি11th Issue, June 2015আমি বলেই যাবো

আমি বলেই যাবো

 

 

সৈয়দ কামরুজ্জামান রিপন

 

বন্দী আমি, আমার কী দোষে আমি আবদ্ধ আঁধারে!

সমাজ বলে পারবে না তুমি, থাকো ঘরের কোণে

অজানা এক ভয়ে আমিও বলি,

আচ্ছাহ্! থাকি ঘরের কোণে!

 

ভোরের সূর্যের নরম রোদ্দুর, আলতো ছুঁয়ে যায় আমার শরীরে

মন বলে চলো বেড়িয়ে পড়ি, সূর্যের আহ্বানে।

পরিবার বলে, সাহস কর আছি তোমার সাথে

আমি বলি, ঠিকই তো দেখিনা বাহিরে কী আছে!

 

সাহস বুকে, আমি ঘরের বাহিরে

আছি স্থির হয়ে….

কিন্তু, আমার হুইলচেয়ারের চাকা গেল কি নষ্ট হয়ে!

নাহ্! সে বিদ্রোহ করছে সমাজের দায়বদ্ধতা দেখে।

 

বিশ্বায়ন এর যুগে আমারই মত ভিনদেশী বন্ধুরা চলে বাধাহীন পথে

তবে কেন নেই আমার দেশে, সেই প্রবেশগম্যতা!

বন্ধুর সেই প্রশ্নে, কী জবাব দেই….

হাহ্! আমরাই নাকি রাষ্ট্রের সুবর্ণ নাগরিক!

 

সময় এসেছে বলবার, নিজের কথা নিজেই

পরের ভরসায় আর নয়, বলতেই থাকি আমার অধিকার অর্জনে

জানি, জয় আসতে বহুদূর,

তবুও আমি বলেই যাবো

আমার অধিকারের স্বপ্ন আমি দেখেই যাবো।

 

 

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ