বাড়ি12th Issue, September 2015বৃষ্টি প্রার্থনা

বৃষ্টি প্রার্থনা

 

সুমাইয়া বিনতে শফি

 

বৃষ্টি, আজ তুমি অঝোর ধারায় নামিও;

ভিজিয়ে দিও এ দুটি প্রতীক্ষারত কালো চোখ,

যেন কান্নাগুলো আমার দেখতে না পায় কোনো লোক।

 

অন্তরে জ্বলা তুষের আগুন নিভিয়ে দিও,

বৃষ্টি, আজ তুমি অঝোর ধারায় নামিও।

তুলে যাদের দিয়েছি ফুল,

তারাই বুকে বিঁধালো হুল।

 

ঝরছে সেথায় রক্তধারা,

মানছে না যে কোনো বাধা।

সেই রক্তরাঙ্গা দাগ ধুঁয়ে-মুছে দিয়ে যেও,

বৃষ্টি, আজ তুমি অঝোর ধারায় নামিও।

 

জীবনের বাঁকে যত জমেছে আবর্জনা,

মনের ভিতরে শুধু বাড়িয়েছে বোঝা।

এক প্রবল বর্ষণে সে আবর্জনা ভাসিয়ে নিয়ে যেও,

বৃষ্টি, আজ তুমি অঝোর ধারায় নামিও।

 

চলার পথ হয়ে আছে শুষ্ক মরু,

ভুলেও সেথায় জন্মায় না তরু।

আলতো পরশ বুলিয়ে সে পথে রক্তকমল ফুটাইও,

বৃষ্টি, আজ তুমি অঝোর ধারায় নামিও।

 

কবিতা আমার হারিয়েছে ছন্দ, গানে নেই কোনো সুর,

দুঃখের আঁধারে হাতরে বেড়াই ক্ষণিকের মিথ্যে সুখ।

তোমার রিমিঝিমি ছন্দে আমার হৃদয় ভরিয়ে দিও,

বৃষ্টি, আজ তুমি অঝোর ধারায় নামিও।

 

ফুরিয়ে গেছে সব সন্তুষ্টি,

নষ্ট হয়েছে যত শান্তি।

জীবনের চাকা যাচ্ছে থেমে,

বাঁচার ইচ্ছে ফেলছি হারিয়ে।

 

হতাশার মাঝে স্রষ্টার এক পশলা আশীর্বাদ হয়ে আসিও,

বৃষ্টি, আজ তুমি অঝোর ধারায় নামিও।

বৃষ্টি, আজ তুমি অঝোর ধারায় নামিও।

 

পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ