পাশে থেকো

 

আঁখিনুর খানম (জ্যোতি)

 

 

শেষ রাতে তারা যখন সব আলো

বিতরণ শেষে

ঘুমিয়ে পড়ে ছিল, তখনো জাগ্রত

একটি তারা।

 

ঘুমহীন চোখে রাতের আঁধারে

আমার চোখ পথ হারিয়ে ছিল

তারাটি তখনো চলে যায়নি,

রাতের আকাশ থেকে।

 

তারাটি আমার চোখে ঘুম এনে দিয়েছিল,

নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিল।

অতঃপর যখন তারার আলোয় পথ হাটছি

বাঁচতে শিখছি একটু একটু করে,

 

প্রশ্ন জেগেছে, তারাদের কি মৃত্যু হয়?

সব তারাই কি নীহারিকাদের মাঝে চলে যায়?

তবু বলি কিছু মৃত্যু হয়তো আক্ষরিক

কিছু চলে যাওয়াও হয়তো স্নিগ্ধ হাসির অন্তরালে ।

দূরে থেকেও কাছে আছি।

 

কজনই বা জানে তুমি ভালো আছ, আমি ভালো আছি

এটুকুতেই কতটা সুখ আর কতটা বেদনা।

তবুও বলি, পাশে থেকো।

 

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ