বাড়ি13th issue, December 2015স্বপ্ন দেখি

স্বপ্ন দেখি

 

সৈয়দ কামরুজ্জামান (রিপন)

 

আমি স্বপ্ন দেখি, একদিন ঠিকই ছিনিয়ে আনব

রক্তিম সূর্যখানি

আর বলতে হবে না, এটাই আমার অধিকার

এইটা আমার প্রাপ্য

বোঝাতে হবে না, লিফলেট বিলি করে

সভা-সমাবেশ বা মিটিং করে।

 

আমি স্বপ্ন দেখি, একদিন আমরাই

আমলাতন্ত্রের প্রচলিত ধারনা

ছুড়ে ফেলব আস্তাকুড়ে

আর বলতে হবে না, দীর্ঘশ্বাস ফেলে

এভাবে আর কতদিন

আমলাতন্ত্রের কার্যকলাপ দেখে।

 

আমি স্বপ্ন দেখি, প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন-২০১৩

বাস্তবায়নে থাকবে না, আর কোন বাধা

লাল ফিতার দৌরাত্ম, উড়িয়ে দেবো

শুকনো পাতার মত আমরা।

পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ