বাড়ি14th Issue, March 2016ওগো প্রতিবন্ধী মানুষেরা

ওগো প্রতিবন্ধী মানুষেরা

 

সুমন নূর

 

ওগো প্রতিবন্ধী মানুষেরা,

এই বাংলা তোমারও জন্মভূমি।

ছিনিয়ে লও অধিকার,

রুখে দাও সব অত্যাচার

যত বাধা ভয় হোক ছারখার।

ঘনিয়ে আসুক যতই আঁধার,

জাগো দুর্বার নির্ভীক তুমি।

 

নয় গৃহকোণে, বাড়ির খাঁচায়

জীবনের রণে মিথ্যা-সাঁচায়,

এসো এসো তুমি নির্ভীক আশায়,

হবে দুর্জয় বিজয়ী তুমি।

 

আসুক যতই দুঃখ, হবে তুমি পার

জেগে উঠে চেতনায় লও অধিকার

হতাশায় নয়, জাগো শিক্ষা ও মেধায়।

 

কুসংস্কার যত ওই সমাজের,

ভুল ধারণা যত সবই অপ্রতিবন্ধী মানুষের

খুলে যাবে চোখ সকলের

বলবে সাবাশ তুমিও পারো।

পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ