নওগাঁ মুক্তি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এমপিইউএস)-এর উন্নয়নকল্পে কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ২৬ মার্চ ২০১৬ সংস্থার নিজ কার্যালয়ে। প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল লতিফ ।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ স¤পাদক ও প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদ (পিএনএসপি)-এর কার্যনির্বাহী সদস্য মো. সোহেল রানা ও নারী নেত্রী কল্পনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমপিইউএসের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বিদ্যুৎ। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।
নওগাঁয় প্রতিবন্ধী মানুষের আত্মকর্মসংস্থান সুনিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনা শেষে সংস্থার উন্নয়নকল্পে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন সবাই।