সিজন নাহিয়ান
ছুঁয়ে যাস তুই বাসন্তী রঙের আবেশ
ভালোবাসার স্পর্শে প্রতিটি গোলাপের কাঁটায়
নির্ভীক সৈনিকের আস্তানায় অদেখা পথে
অফুরন্ত কান্নার মাঝে এক চিলতে হাসির জন্য ।
কত কাল কত রাত কত ক্ষণ
সব হারিয়ে চোখ বুজে থাকিস তুই
আক্ষরিক চেতনায় দেখিস
আসে বসন্ত আসে প্রেম
আসে না কাল পেরোনো অতীত
প্রতিজ্ঞাবদ্ধ এক একটি সপ্ন ।
‘তবে-তবু-কিন্তু’ ওরাও যে বলে যায়,
কিছু অবিনাশী সত্যের গান
ভালোবাসি, ভালোবাসায় যাই খুঁজে
অমøান হওয়া আত্মশুদ্ধি…