শারমিন রহমান (নিয়ন)
বাঁচতে হবে সকলকে
সুখে ও দুঃখে,
হেসে খেলে সকলকে
মানতে হবে ক্ষণস্থায়ী জীবনটিকে।
জীবনসংগ্রামে আছি সবাই মেতে
নইলে নেই যেকোনো রেহাই,
নিশ্চিত হবে না যে মৌলিক অধিকার
অন্ন, বস্ত্র ও বাসস্থানের।
আরাম, আয়েশ, খাটাখাটনি,
বিলাসিতা ও দরিদ্রতার
পাশাপাশি লেখা
মানবজাতির জীবনী।