আঁখিনুর খানম (জ্যোতি)
বন্ধু বলে যখন ডেকেছো
বন্ধু বলে যখন জেনেছো
তখন আমি থাকবো তোমার
হৃদয়ের মাঝে স্পন্দন হয়ে ।
তোমার প্রতিটা শ্বাস-প্রশ্বাস হয়ে
এক টুকরো মেঘ হয়ে তোমাকে ছায়া দেবো
বৃষ্টি হয়ে এনে দেবো প্রশান্তি ।
পাখি হয়ে তোমাকে শোনাবো গান
ফুল হয়ে দেবো সৌরভী গন্ধ
রুমাল হয়ে মুছবো তোমার চোখের জল
ফুল হয়ে দেবো সৌরভ।
এক চিলতে হাসি হয়ে থাকবো তোমার ঠোঁটের কোণে
বন্ধু বলে যখন জেনেছো
তখন পাবে আমাকে
যখন তোমার পাশে কেউ থাকবে না।
বন্ধু বলে যখন ডেকেছো
আমি সব সময় তোমার বন্ধু হয়ে রবো
তোমার ছায়ার মতো।