ফুলমতি রোজারিও
ভুলতে পারিনা সেইদিনগুলো
ভোলা যায় না সেই স্মৃতি
দিন যায় রাত আসে
আসেনা তবু সোনা রাঙা সেই দিনগুলো
একা একা পথ চেয়ে রই তোমার আশায়
মন বলে তুমি আসবে
তুমি আসবে
কেবলই স্বপ্ন দেখে যাই তুমি এসেছো ফিরে
জানিনা তুমি কি ভালোবেসেছো সত্যিই করে?
আমার ভালোবাসা ছিল সত্যিই।
তোমার কি ছিল ছলনা তবে!
তবু,
তোমার আশায় আশায় থাকবো চিরদিন।
চিরকাল থাকবো পথ চেয়ে।