পথ চেয়ে রই

ফুলমতি রোজারিও

 

 

ভুলতে পারিনা সেইদিনগুলো

ভোলা যায় না সেই স্মৃতি

দিন যায় রাত আসে

আসেনা তবু সোনা রাঙা সেই দিনগুলো

 

একা একা পথ চেয়ে রই তোমার আশায়

মন বলে তুমি আসবে

তুমি আসবে

কেবলই স্বপ্ন দেখে যাই তুমি এসেছো ফিরে

 

জানিনা তুমি কি ভালোবেসেছো সত্যিই করে?

আমার ভালোবাসা ছিল সত্যিই।

তোমার কি ছিল ছলনা তবে!

 

তবু,

তোমার আশায় আশায় থাকবো চিরদিন।

চিরকাল থাকবো পথ চেয়ে।

 

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ