মে ১৭, ২০২০
কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের (ডিপিও) জাতীয় নেটওয়ার্ক প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি) এর উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (জেপিইউএফ) এর সহযোগিতায় ২০ জন দরিদ্র প্রতিবন্ধী মানুষকে ২৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। ঢাকার দুই সিটি কর্পোরেশনের রায়ের বাজার, বছিলা, রামপুরা, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, তিলকাপাড়া, কাজিপাড়া, পলাশি, উত্তরা, বাড্ডা, গেন্ডারিয়া, কামরাঙ্গিরচর, সাভার এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদেও মাঝে এই অর্থ বিতরণ করা হয়।
উলেখ্য যে, জেপিইউএফ থেকে দরিদ্র প্রতিবন্ধী মানুষকে অর্থ সহযোগিতা জন্যে পিএনএসপিকে ৫০০০০ টাকা অনুদান প্রদানের পাশাপাশি আরও বেশ কিছু ডিপিওকে এই অনুদান প্রদান করে। করোনাকালের এই দুঃসময়ে অনুদান প্রদানের জন্য ঢাকার ডিপিওগুলোকে প্রাধান্য দেয় জেপিইউএফ। কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় প্রতিবন্ধী মানুষদের সংগঠন ডিপিওদেরকে প্রাধান্য দিয়ে প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (জেপিইউএফ) প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি) এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
আমরা আশা করি ভবিষ্যতেও জেপিইউএফ’র এই ধরনের উদ্যোগে অব্যাহত থাকবে।