বাড়ি10th Issue, March 2015বদলাতে হবে দৃষ্টি

বদলাতে হবে দৃষ্টি

-আবদুর রাজ্জাক রাজু

যদিও তারা প্রতিবন্ধী ব্যক্তি

তবে আমাদের নয় প্রতিদ্বন্দ্বী

হতে পারে কেবলই প্রতিযোগি

কারণ, তাদেরও মেধা আছে আমাদের মতই

যে কোন কাজেই সকলের সাথে – সাফল্যের সাথে

প্রতিযোগিতা করার যোগ্যতা রাখে

এগিয়ে যেতে পারে অনেক দূর

স্রষ্টার দেয়া সব সৃজনশীল শক্তি ও সক্ষমতা

তারাও ধারন ও লালন করে।

যদিও তারা প্রতিবন্ধী ব্যক্তি

তবু থাকতে চায় না শুধু ঘরে বন্দী।

তারাও এদেশের মানুষ – আমাদেরই ভাইবোন

তাদের অধিকার ও দাবী আমাদের মতই একই রকম।

তাদের পেছনে ফেলে আমাদের সার্বিক অগ্রগতি সম্ভব নয়

তাই সমান সুযোগ ও সমতায় অংশগ্রহণের অবকাশ পেলে

সুনাম বয়ে আনতে পারে বহির্বিশ্ব থেকেও

ওরাও এগিয়ে নিয়ে যাবে এই দেশ ও সমাজ

এভাবে তাদের কর্ম-অবদানে লাভবান হবে সমগ্র জাতি।

যদিও তারা প্রতিবন্ধী ব্যক্তি

কিন্তু আমাদের বদলাতে হবে দৃষ্টিভঙ্গি।

ভাবতে হবে – ওরাও মানুষ – অন্য কিছু নয়

এই সৃষ্টিতে যেমন নারী ও পুরুষ আছে

সাদা ও কালো আছে – আছে ধনী ও গরিব

তেমনি সৃষ্টির বৈচিত্রে এমনি ভিন্ন ধরনের সক্ষম মানুষ থাকতেই পারে

তাদের মধ্যেও নিহিত রয়েছে সৃষ্টির অনন্য সৌন্দর্য ও নিদর্শন

সবাইকে নিয়েই তো এই বিশাল পৃথিবী।

তাই সংকীর্ণ মনোভাব ও বৈষম্য-ভেদাভেদ দূর করে

আমরা যদি উদার ও মুক্ত চিন্তার অনুসারী হতে পারি

প্রতিবন্ধী – অপ্রতিবন্ধী নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে

একটি সভ্য-সুষম সমাজ বিনির্মান করতে পারি

তবেই স্বার্থক হতে পারে আমাদের স্বাধীনতা

গড়ে উঠতে পারি একটি উন্নত দেশ – উন্নত জাতি।

 

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ