বাড়ি17th issue, December 2016অটোরিকশা সাবধান

অটোরিকশা সাবধান

আনোয়ার জাবেদ

শোনো শোনো মা-বোনেরা, অটোরিকশায় বসো

ওড়না শাড়ি গুছিয়ে রেখে, সাবধানেতে চলো,

আমার পাশের বাড়িতে আছে, মিষ্টি একটা মেয়ে

বাবার সাথে অটোতে চলে, ওড়না তাহার বাতাসে উড়ে।

হঠাৎ একদিন ওড়না গিয়ে, অটোর চাকায় গেলো পেঁচিয়ে

গলার ওড়না টান মেরে, ফেলে দিলো অটোর নিচে,

পড়ার সাথে মিষ্টি মেয়ে, ঘাড়টা গেলো মচকে

ঘাড় থেকে নিচের অংশে, গেলো অবশ হয়ে।

 

বাবা একটা চিৎকার মেরে, নিলো মেয়ে কোলে তুলে

এদিক-সেদিক যাচাই করে, আসলো নিয়ে হাসপাতালে,

ডাক্তার সাহেব পরীক্ষা করে, বাবার কাছে দিলো বলে

স্পাইনাল কর্ড গেলো ছিঁড়ে, মিষ্টি মেয়ের জীবন অন্ধকারে।

পক্ষাঘাতের চিকিৎসক বাবাকে বললো, মিষ্টি মেয়ের চিকিৎসা করবো

একটু অসচেতনে একটি জীবন, অকালে এভাবে ঝরে গেলো

হায় রে অটো নিষ্ঠুর অটো, কে বানালো তোকে

মিষ্টি মেয়ের জীবনটাকে, নষ্ট করলি তবে।

পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ