পর্যটন নগরী কক্সবাজারে হোটেল সিলভার শাইনের প্রবেশদ্বারে সিঁড়ির পাশে কাঠের পোর্টেবল র্যাম্প নিশ্চিত করেছে হুইলচেয়ার প্রবেশগম্যতা। হোটেলের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব জয়নাল আবেদিন চোকদার এর আন্তরিক তত্বাবধানে এই র্যাম্পটি এবং এই হোটেলের চারটি কক্ষ সংলগ্ন টয়লেট হুইলচেয়ার প্রবেশগম্য করার কাজ সম্পন্ন হয়েছে।
বি-স্ক্যান পরিবার ও ভিন্নভাবে সম মানুষের পক্ষ থেকে জনাব জয়নালের আন্তরিকতার জন্য সাধুবাদ এবং কৃতজ্ঞতা! বরাবরের মতোই আমাদের প্রত্যাশা এই দৃষ্টান্ত অনুসরণ করে এগিয়ে আসবেন আরো অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। এভাবেই গড়ে উঠবে ভিন্নভাবে সক্ষম মানুষদের বাসযোগ্য বাংলাদেশ।