মুস্তফা কামরুল আখতার
ভাবছো আমাদের অসহায় মানুষের দল কি ?
দ্যাখোনি, মননে ও মগজে আগুনের ফুলকি !
বাধা বুঝি মানুষের, চোখ-মুখে, হাতে পা’য় ?
বুকে বল, আগুয়ান, ভেবো না তো অসহায় !
রঙ-রূপ ও শক্তিতে ভাবো সব তোমাদের ?
আলো-জলে খুঁজে নিও, নেই ছায়া বিষাদের !
মানুষ যে সমতার, গড়েছেন স্রষ্টা,
আমি-তুমি সবারই সমান এ দেশটা !
কেউ বলে বলীয়ান, কেউ মেধা মননে,
ঐ শোনো, সুর তেজি, কোন অনুরণনে !
গড়ে নেবো নিজ হাতে, আমাদের নিজ-ভূম
পুরবাসী, দেখে নিও, বিজয়ের মউসুম !
অচল এই সিস্টেম কেড়ে নেয় ঘুম কার !
ভেঙ্গেছি কালো রাত, অমানিশা হাহাকার !
এগোবোই সামনে, বুকে জাগে স্পন্দন,
সাহসেরা বাসা বোনে, ভুলে গেছি ক্রন্দন !
চোখে নেই দৃষ্টি, পা’য়ে নেই শক্তি, রিক্ত ?
দুর্জয় মনোবলে অদম্য নেশা অভিষিক্ত !
মুখোমুখি, দৃপ্ত, করো না দর্প ও হেয়,
দাঁড়াতেই চাই, অজেয় ও অপরাজেয় !