-সুমাইয়া বিনতে শফী
কেউ জানে না কি কারণে,
দুঃখ এসে করেছে ভিড়
এই মনেতে।
কেউ জানে না কার কারণে,
এখনো জ্বলে আশার প্রদীপ
এই বুকেতে।
কেউ জানে না কেমন করে,
কাটছে আমার দিন-রাত
এই জগতে।
কেউ জানে না কি জন্যে,
রেখেছি আজ নিজেকে আড়াল
এই সমাজে।