শামিম আহমেদ (নরসিংদী প্রতিনিধি)ঃ নরসিংদী জেলা প্রশাসক জনাব ওবায়দুল আজম এর উদ্যোগে হুইলচেয়ার প্রবেশগম্য হলো নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী।
প্রতিবন্ধী ব্যক্তি কর্তৃক পরিচালিত “এসোসিয়েশন ফর পোভার্টি এলীভিয়েশন অব নেইবারস (আপন) এর সার্বিক তত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমী এবং পাশেই অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সিঁড়ির পাশে সংযুক্ত করা হয়েছে হুইলচেয়ার প্রবেশগম্য ঢালু পথ। এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের র্যাম্পটি নির্মিত হয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য।
উল্লেখ্য, ‘আপন’ দীর্ঘ দিন যাবৎ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের সাথে ক্রমানুসারে প্রতিবন্ধিতা বিষয়ক সভা, সেমিনার করে জনসাধারণ ও শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়ন তরান্বিত করাই ‘আপন’ এর মূল উদ্দেশ্য।