বাড়ি10th Issue, March 2015বিশটি বছর

বিশটি বছর

-শারমিন রহমান -নিয়ন

বিশটি বছর, দুই দশক পেরিয়ে,

অনেক কিছু পেয়ে না পেয়ে,

বড় হয়ে,

পৃথিবী চিনেছি।

 

হাজার দুঃখ কষ্টে

মলিন হয় নি প্রাণ।

দুঃখ বেদনার বদলে,

হাসি ও গানে নিজেকে বিলিয়ে

দিয়েছি জান।

 

বিশটি বছর, দুই দশক পেরিয়ে,

শৈশবের অঝুঝ মনের

হাসি, কান্না,

কৈশরের হতাশা এড়িয়ে,

দুঃখ কষ্টকে

আনন্দে করেছি জয়।

কখনো মলিন করি নি মন।

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ