-শারমিন রহমান -নিয়ন
বিশটি বছর, দুই দশক পেরিয়ে,
অনেক কিছু পেয়ে না পেয়ে,
বড় হয়ে,
পৃথিবী চিনেছি।
হাজার দুঃখ কষ্টে
মলিন হয় নি প্রাণ।
দুঃখ বেদনার বদলে,
হাসি ও গানে নিজেকে বিলিয়ে
দিয়েছি জান।
বিশটি বছর, দুই দশক পেরিয়ে,
শৈশবের অঝুঝ মনের
হাসি, কান্না,
কৈশরের হতাশা এড়িয়ে,
দুঃখ কষ্টকে
আনন্দে করেছি জয়।
কখনো মলিন করি নি মন।