মোঃ রহিম উদ্দিন
করুণা নয়, তো অধিকারই বটে
ইচ্ছায় নয় জন্ম কপালে যা ঘটে।
নিজে তো নয় দায়ী, জননীও নয়
তবু কেন প্রতিবন্ধী ডাকা হয়?
প্রকৃতি কিংবা বিধাতার ইচ্ছায়
স্বাধীন চিন্তার অধিকার চাই
অন্যের সম্মানও হবে না খর্ব
নিশ্চিত অধিকার তবে তো গর্ব।
মসজিদ মন্দিরে তফাৎ কে কার
যা আছে তোমার আমার সবার
চাই সমাজে কুসংস্কার পরিবর্তন
দয়া নয়, হবে অধিকার অর্জন।
প্রকৃতির খেলা কিংবা বিধাতার
যেমন তোমার আমার ও সবার
প্রতিবন্ধী মানুষের বৈষম্যতা কাম্য নয়
হোক কুসংস্কার সংকীর্ণতার পরাজয়।
জয় হোক কাম্য সাম্যতার
বজ্রকন্ঠ সোচ্চার মানবতার।